এইমাত্র
  • খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ
  • তফশিল ও ভোটের তারিখ নিয়ে সতর্ক করল ইসি
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঐতিহাসিক শোলাকিয়া মাঠে কোরআন খতম ও দোয়া
  • স্টেডিয়ামের পাশ থেকে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার
  • নভেম্বর মাসের সেরার তালিকায় তাইজুল
  • ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত: রুহুল কবির রিজভী
  • নান্দাইলে দুই বছর ধরে বন্ধ সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিক
  • খালেদা জিয়া সবার হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য
  • জবি সংস্কার আন্দোলন থেকে জকসু নির্বাচনে নওশীন
  • নরসিংদীতে জাল নোটসহ দুইজন আটক
  • আজ শনিবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফরিদপুরে ডাকাতির সময় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পিএম

    ফরিদপুরে ডাকাতির সময় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পিএম

    ফরিদপুরের সালথা উপজেলায় উৎপল সরকার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা একদল ডাকাত।

    শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজের কাছে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

    স্থানীয়রা জানান, ভোরে কালীতলা ব্রিজ এলাকায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে বাঁধা অবস্থায় আরও একজন যুবককে পাওয়া যায়।

    নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো উৎপল সরকার ভোরে প্রতিবেশী ফিরোজ মোল্যার অটোভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরের মাছের আড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তারা খবর পান, সালথার কালীতলা ব্রিজের কাছে উৎপলের লাশ পড়ে আছে।

    অটোভ্যানচালক ফিরোজ মোল্যা বলেন, “ব্রিজের কাছে পৌঁছাতেই ৩-৪ জন ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমাকে চোখ বেঁধে রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। তারা উৎপল ভাইয়ের টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। কিছুই করতে পারিনি।”

    সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, “উৎপল সরকারের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…