ময়মনসিংহের নান্দাইলে আন-নুসরাহ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম,অসহায় ছাত্রছাত্রী ও দুস্থদের মাঝে ২শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে সিংদই কোনাঘাটা হাফিজিয়া মাদ্রাসা,নুরে মদীনা কওমি মহিলা মাদ্রাসা,মাদরাসাতুল আবরার বনাটি ও গয়েশপুর রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এতিম,অসহায় ছাত্রছাত্রী ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি তারিক জামিল,খাদিমুল ইসলাম, হাফেজ যোবায়ের হাসান,হাফেজ মাওলানা মাসউদুর রহমান,মুহতামিম মাহদী হাসান মিম্মান, ভলান্টিয়ার রুহুল আমিন,শাহীন সরকার প্রমুখ।
মুফতি খাদিমুল ইসলাম বলেন,আন নুসরাহ ফাউন্ডেশন সব সময়ই দুঃস্থ ও অসহায় লোকজনকে বিভিন্ন ধরনের মানবিক সহযোগিতা দিয়ে থাকেন। আগামীতে তারা আরে অধিক মানুষকে সহযোগিতা দানের আশাবাদ ব্যক্ত করেন।
মুফতি তারিক জামিল বলেন,সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।