এইমাত্র
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • নেত্রকোণা ট্র্যাজেডি দিবস পালিত
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক
  • মুসল্লী সেজে কৃষকের শতাধিক গাছ কর্তন
  • একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে: সালাহউদ্দিন
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মুসল্লী সেজে কৃষকের শতাধিক গাছ কর্তন

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম

    মুসল্লী সেজে কৃষকের শতাধিক গাছ কর্তন

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম

    মুসল্লী সেজে বেল্লাল হোসেন নামে এক কৃষকের শতাধিক সুপারী ও কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের বাসিন্দা সোলাইমান ও আবুল কালামসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। কৃষক বেল্লালও একই এলাকার বাসিন্দা। গত শুক্রবার জুমার নামাজ চলাকালীন আমিনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গাছ কাঁটার এই ঘটনা ঘটেছে।

    জানা গেছে, ওই এলাকায় একটি কৃষি জমিতে অভিযুক্তদের সঙ্গে কৃষক বেল্লালের পরিবারের দীর্ঘ বছর ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

    কৃষক বেল্লাল বলেন, 'দীর্ঘ দেড় বছর ধরে আমি এই জমিতে চাষাবাদ করে ভোগদখল আছি। আমি চলতি মৌসুমে ধান চাষ করেছি এবং জমির পশ্চিমাংশে শতাধিক সুপারি ও কলা গাছ রোপণ করেছি। সোলাইমান, আবুল কালাম, সবুজ, নুর ইসলাম, আলী পন্ডিত, মিল্লাত পন্ডিতসহ পনেরো থেকে বিশজন মিলে মুসল্লীর বেশভূষা ধরে জুমার নামাজ চলাকালে তারা ধারালো দা-ছেনি দিয়ে আমার রোপন করা শতাধিক সুপারী ও কলা গাছ কেটে ফেলে চলে যায়। তারা জালিয়াতি করে নিজেদের নামে উক্ত জমি রেকর্ড করে নেয়।'

    গাছ কাঁটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোলাইমান বলেন, 'আমরা ১০২ বছর পর্যন্ত ভোগদখলে আছি। গাছ কাঁটার সময় আমি ছিলাম না।' গাছ কাঁটার সময়ে এক প্রতিবেশীর মোবাইল ক্যামরায় তোলা একটি স্থিরচিত্রে আপনাকে গাছ কাঁটতে দেখা গেছে। এমন প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে গিয়ে বলেন, 'আমাকে দেখা গেলে তো কিছু করার নাই।' এ কথা বলেই তিনি কল কেটে দেন।

    আরেক অভিযুক্ত সবুজ বলেন, 'গাছ কে কেটেছে তা আমি জানি না। তবে আমাদের জায়গায় আমরা গেছি। আওয়ামী লীগ সরকার পতনের পর বেল্লাল জমি দখল নিয়ে জোর পূর্বক গাছ রোপণ করেছিলো এবং বেল্লাল আদালতে মামলা করেছে। এটা আমাদের রেকর্ডিয় সম্পত্তি।’

    চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির বাদশা বলেন, 'এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।'

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…