নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টায় ধামইরহাট সোনালী ব্যাংকের সামনে থেকে মেসার্স সরকার ট্রেডার্স নামক ডিলারে অবৈধ মজুত রাখার সময়ে সার বোঝাই করা ট্রাক্টর গাড়িটি আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ওইদিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে সার বোঝাই ট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, রাতে উপজেলার পূর্ববাজার সোনালী ব্যাংকের সামনে মেসার্স সরকার ট্রেডার্স থেকে একটি সার বোঝাই ট্রাক্টর লোড করা দেখে সন্দেহ মনে হলে গাড়িটি আটক করা হয়। পরে ট্রাক্টরটি সার বোঝাই চালানের কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দিলে স্থানীয় কৃষি অফিসের সহায়তায় সার বোঝাই ট্রাক্টর জব্দ করেন থানা পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের জানান, লিপি রানী সরকার নামক ডিলার এর লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি। ট্রাক্টরটিতে ১৩০ বস্তা ডিএপি এবং ৩০ বস্তা এমওপি সার ছিল। ডিএপি সার নওগাঁ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নওগাঁ জেলা থেকে তারা নিয়ে এসেছেন বলে জানিয়েছে। তবে সার বিএডিসি থেকে নিয়ে এসেছে এমন কাগজপত্র এখনো দেখাতে পারেনি ডিলারের লোকজন। ডিলার কাগজপত্র না দেখাতে পারলে সরকারি মূল্যে জব্দকৃত সার কৃষকদের মাঝে বিক্রয় করে অর্থ সরকারি কোষাগারে জমা হবে। ডিলারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, জব্দকৃত সার থানা হেফাজতে রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর