মহান বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে আটক পাঁচ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে, তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। বাংলাদেশ কারা অধিদপ্তরের সহকারী কারা মহা-পরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মহান বিজয় দিবসকে সামনে রেখে, মানবিক বিবেচনায় তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জান্নাত-উল ফরহাদ জানান, এই মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন নারী বন্দিও রয়েছেন।
তিনি আরও বলেন, ‘লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত এ পাঁচ জন ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল ও চট্টগ্রাম কারাগারে আটক ছিলেন। তাদের মুক্তির আদেশ জারি করা হয়েছে।’ সংশ্লিষ্ট কারাগারে মুক্তির আদেশ পৌঁছামাত্রই তাদের মুক্তি কার্যকর করা হবে বলে জানান তিনি।
সূত্র : বাসস
ইখা