বই শুধু জ্ঞান নয়, এটি মানুষের সঙ্গে মানুষের এক গভীর বন্ধনের নাম। লেখক ও পাঠকের সেই বন্ধনকে আরো শক্তিশালী করতেই ময়মনসিংহে শুরু হচ্ছে ব্যতিক্রমী এক বইমেলা এমনটাই জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বইমেলা সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশে বড় ভূমিকা রাখে। একই সঙ্গে এটি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা আমাদের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক অগ্রগতিতে সহায়ক।
তিনি আরও জানান, পাঠক ও বইপ্রেমীদের আকৃষ্ট করতে এবারের মেলায় নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে থাকবে বিশেষ আয়োজন, শিশু–কিশোরদের জন্য আলাদা কর্মসূচি এবং নানা ধরনের পুরস্কারভিত্তিক প্রতিযোগিতা।
তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, বইমেলার ব্যাপক প্রচারে মিডিয়ার সক্রিয় ভূমিকা প্রয়োজন, যাতে পাঠকেরা মেলার তথ্য সহজে জানতে পারেন এবং বড় পরিসরে এই আয়োজন সফল হয়।
আগামী ১২ ডিসেম্বর ২০২৫ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ। ১৫ ডিসেম্বর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
এবারের বইমেলায় অংশ নিচ্ছে ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠান। মোট ৭২টি প্রতিষ্ঠানকে নিয়ে নয় দিনব্যাপী এই মেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত থাকবে আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তিসহ নানা আয়োজন। সাপ্তাহিক ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে।
বইপ্রেমীদের জন্য এই মেলা হতে যাচ্ছে জ্ঞান, সংস্কৃতি আর সৃষ্টিশীলতার এক আনন্দময় মিলনমেলা জানিয়েছেন আয়োজকরা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এসআর