ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনির্মিত দুটি ভবনের নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে নবনির্মিত ১০ তলা ছাত্রহল–১-এর নাম দেওয়া হয়েছে ‘শহীদ আবরার ফাহাদ হল’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নির্মিত নতুন একাডেমিক ভবনের নাম রাখা হয়েছে ‘কবি গোলাম মোস্তফা একাডেমিক ভবন’।
শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম (সাধারণ) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এ সভা অনুষ্ঠিত হয়।
সিন্ডিকেট সূত্র জানায়, সভায় শিক্ষক নিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকজন সদস্য আপত্তি জানালেও মেধার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অনুমোদিত হয়। একই সভায় নবনির্মিত দুই ভবনের নামকরণ চূড়ান্ত করা হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী আগে থেকে শহীদ সাজিদ আব্দুল্লাহ এবং ইসলামী স্কলার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে ভবনের নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। তবে সেই প্রস্তাব সিন্ডিকেট সভায় অনুমোদন পায়নি।
ইখা