এইমাত্র
  • শাহজাদপুরে এক রাতে চার দোকানে দুর্ধর্ষ চুরি
  • নারী ভোটারদের নগদ অর্থ বিতরণের অভিযোগ, মাইকে চলছিল ভোট প্রার্থনা!
  • ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
  • সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক
  • মিঠামইনে পাহারাদারের গলা কাটা মরদেহ উদ্ধার
  • এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা
  • বরিশালে নসিমনের চাঁপায় শিশু নিহত
  • বিএনপি ক্ষমতায় গেলে ফ্রি ইন্টারনেট পাবে সবাই: মাহদী আমিন
  • হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
  • তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • আজ শনিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ৩১ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স চায় তরুণরা’

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

    ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স চায় তরুণরা’

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

    ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আসন্ন নির্বাচনে তরুণরা তাদের ভোট সেই রাজনৈতিক শক্তিকেই দেবে যারা তিনটি বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেবে। তিনি বলেন, যারা জুলাই বিপ্লব ও রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকবে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও মাফিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং যারা কথা ও কাজের মধ্যে মিল রাখবে তরুণ প্রজন্ম তাদেরকেই ভোটের মাধ্যমে সমর্থন জানাবে।

    শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের দেড় বছর পার হলেও দেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়নি। 

    তিনি বলেন, জুলাই বিপ্লবের পর এখন আর ভবিষ্যৎ নির্ভর প্রতিশ্রুতির রাজনীতি দেখতে চায় না তরুণ সমাজ। তারা বর্তমানেই বাস্তবায়নের রাজনীতি দেখতে চায়, যেখানে কথা নয় কাজের প্রমাণ থাকবে।

    ডাকসু ভিপি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই বিপ্লবের চেতনা সবচেয়ে বেশি ধারণ করেছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন তারুণ্যের উত্থান ঘটেছে, সেই তারুণ্যকে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায়নে রূপ দিতে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে। 

    তিনি মনে করেন, এই তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনে মুখ্য ভূমিকা রাখবে।

    জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ শাহজাহান এডভোকেটসহ চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং তরুণদের রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…