আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে খেলোয়াড়দের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। খেলোয়াড়দের নাম, ছবি ও ব্যক্তিগত পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়েছে।
খেলোয়াড়দের সংগঠন ডব্লিউসিএ জানিয়েছে, বিশ্বকাপের জন্য আইসিসি যে স্কোয়াড পার্টিসিপেশন টার্মস পাঠিয়েছে, তা ২০২৪ সালে আইসিসি ও ডব্লিউসিএর মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে মিলছে না। সংগঠনটির অভিযোগ, নতুন শর্তাবলি আগের চুক্তির তুলনায় খেলোয়াড়দের অধিকার আরও সীমিত করছে।
ডব্লিউসিএ ইতোমধ্যে তাদের উদ্বেগের বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানিয়েছে। তবে আইসিসি এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।
সংস্থাটির দাবি, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি সদস্য বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য ছিল এবং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দেশগুলোর খেলোয়াড়দের জন্য তা কার্যকর নয়।
তবে আইসিসির এই ব্যাখ্যার সঙ্গে একমত নয় ডব্লিউসিএ। সংগঠনটির বক্তব্য, ২০২৪ সালের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সব খেলোয়াড়ের জন্যই এই চুক্তি প্রযোজ্য হবে। তারা বিশ্বকাপে অংশ নিক বা না নিক, সবাই এই চুক্তির সুরক্ষা পাওয়ার অধিকার রাখে বলে মনে করে সংগঠনটি।
ডব্লিউসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট বলেন, দুই পক্ষের শর্তাবলির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। কনটেন্ট ও মিডিয়ায় খেলোয়াড়দের উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের জৈবিক তথ্যের ব্যবহার, লাইসেন্সিং, নাম ও ছবি বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার, খেলোয়াড় চুক্তি এবং বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
মফাট আরও বলেন, আইসিসির নতুন শর্তাবলি আগের চুক্তির তুলনায় খেলোয়াড়দের ছবি ও বাণিজ্যিক ব্যবহারের অধিকারসহ বিভিন্ন সুরক্ষা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। এতে খেলোয়াড়দের অবস্থান দুর্বল হয়ে পড়ছে।
তিনি বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো স্বল্প আয়ের এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা খেলোয়াড়দের ওপর তুলনামূলক কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ একই পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া কিছু দল তুলনামূলক ভালো শর্ত পাচ্ছে। অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণই আয়ের প্রধান উৎস এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার বড় সুযোগ।
ডব্লিউসিএ জানিয়েছে, তারা ক্রিকেটের উন্নয়ন বা আইসিসি ইভেন্টের সম্প্রসারণের বিরোধিতা করে না। তবে তাদের মতে, খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই সেই লক্ষ্য অর্জন করা উচিত।
আরডি