একদিকে মাইকে জোরালোভাবে ভোট প্রার্থনা, অন্যদিকে প্রার্থীর হাতে নারী ভোটারদের নগদ অর্থ—এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীর গণসংযোগকালে ঘটেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সকালে ফতুল্লার কুতুবপুর এলাকায় গণসংযোগ করছিলেন মনির হোসেন কাসেমী। একপর্যায়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে ‘লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের মাইক ব্যবহার করে সেখানে তার পক্ষে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানের এক ফাঁকে মনির হোসেন কাসেমী প্রকাশ্যে একাধিক নারী ভোটারের হাতে নগদ অর্থ তুলে দেন। বিষয়টি অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে তাৎক্ষণিকভাবে গুঞ্জনের সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি আসার আগেও এবং চলে যাওয়ার পরেও ওই অনুষ্ঠানের মাইক ব্যবহার করে তাঁর পক্ষে ভোট চাওয়া হয়।
আসন্ন নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনে গত কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। মাঠে থাকা অন্য প্রার্থীরা অভিযোগ করেছেন, কাসেমীর অনুসারী নেতাকর্মীরা তাদের ভয়ভীতি প্রদর্শন করছেন। স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মুহাম্মদ শাহ আলম সম্প্রতি জানান, তাঁর নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে আগামী ১ ফেব্রুয়ারি তিনি বিষয়টি প্রকাশ্যে আনবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে শুক্রবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মনির হোসেন কাসেমীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। সস্তাপুর এলাকায় অভিযানকালে তাঁর একটি নির্বাচনী ক্যাম্পে খেজুর গাছ প্রতীকের ব্যানারের পাশাপাশি ধানের শীষ প্রতীকের ছবি পাওয়া যায়। বিষয়টিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর ৭(ঙ) ধারা লঙ্ঘন হিসেবে গণ্য করে এই জরিমানা করা হয়।
তবে নারী ভোটারদের নগদ অর্থ বিতরণের অভিযোগ সম্পর্কে জানতে মনির হোসেন কাসেমীর মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইখা