সিরাজগঞ্জের শাহজাদপুরে একই রাতে চারটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সকালে শাহজাদপুর পৌর শহরের স্বপন সড়কে অবস্থিত ‘ফেমাস ওয়ার্ড বিড়ে বাজার’ নামের দোকান খুলে মালিক মো. মনিরুল ইসলাম দোকানের ভেতর এলোমেলো অবস্থা দেখতে পান। এ সময় তিনি দোকানের ওপরের সিলিং ভাঙা অবস্থায় পান। চোরেরা দোকান থেকে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানমালিক।
একই ধরনের চুরির ঘটনা ঘটেছে শাহজাদপুর সরকারি কলেজের দক্ষিণ গেটসংলগ্ন কোহিনূর মার্কেটের আরও তিনটি দোকানে। এসব দোকান হলো—সিটি ফ্যাশন, সিটি কম্পিউটার ও প্রত্যাশা কম্পিউটার। ওই তিনটি দোকান থেকে মালামাল ও নগদ অর্থসহ আনুমানিক দুই লাখ টাকার চুরি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। শুক্রবার মার্কেট ও দোকানগুলো বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার ও শুক্রবার রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোরচক্র এসব চুরির ঘটনা ঘটিয়েছে।
তাঁরা আরও অভিযোগ করেন, এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো ঘটনার সুরাহা হয়নি বা কাউকে গ্রেপ্তার করা যায়নি। এভাবে চুরি চলতে থাকলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইখা