এইমাত্র
  • টাঙ্গাইলের উন্নয়নে তারেক রহমানের কাছে সাত দাবি তুলে ধরলেন টুকু
  • বাণিজ্য মেলায় একমাসে ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি
  • নির্বাচনকে ঘিরে রেল নিরাপত্তায় বিশেষ সতর্কতা
  • বিএনপি শান্তিতে বিশ্বাস করে: তারেক রহমান
  • মাস্তুল ফাউন্ডেশনের 'যাকাত স্বাবলম্বী প্রকল্প'র উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
  • সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা শুরু রবিবার থেকে
  • শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণার ভিডিও ভাইরাল, জরিমানা বিএনপি জোটের প্রার্থীর
  • যশোর-১ ও ২ আসনে প্রস্তুত ২৭৭ ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৯৬
  • পাবিপ্রবিতে ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
  • আজ শনিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ৩১ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    পাবিপ্রবিতে ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

    পাবিপ্রবিতে ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

    মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অলিম্পিয়াডে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি র‍্যালি প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার ও স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে একাডেমিক ভবন–২ এর সামনে গিয়ে শেষ হয়।

    সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে পরীক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরীক্ষার্থী ও পাবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবিব, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, পাবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পালসহ রসায়ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন কলেজের শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “এই প্রতিযোগিতায় কেউ বিজয়ী হয়েছে, কেউ হয়নি—কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা সাহস করে একটি বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাদের আরও দূরে নিয়ে যাবে।” তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

    রসায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল বলেন, “এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের রসায়নভীতি দূর হবে এবং বিষয়টির প্রতি আগ্রহ বাড়বে। রসায়ন মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করবে এবং সমাজের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…