এইমাত্র
  • বিদায় ২০২৪, স্বাগত নতুন আশা-প্রত্যাশার ২০২৫
  • নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
  • সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড
  • মাঝরাতে আতশবাজির কারণে লাখো শিশু ভয়ে আঁতকে ওঠে: আজহারী
  • যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন
  • দাম কমল ডিজেল ও কেরোসিনের
  • সাঈদীকে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করেন শেখ হাসিনা
  • সচিবালয়ে কীভাবে আগুন লেগেছিল, জানাল তদন্ত কমিটি
  • অভিনেতা মারজুক রাসেল বললেন, 'জীবনে নারী সঙ্গীর প্রয়োজন নেই'
  • নতুন বছরে শাকিব-নিশোসহ যাদের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে
  • আজ বুধবার, ১৮ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    উলিপুরে বসতঘরের আগুনে বৃদ্ধার মৃত্যু

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

    উলিপুরে বসতঘরের আগুনে বৃদ্ধার মৃত্যু

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে বসতঘরে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও আগ্নিকাণ্ড ভস্মীভূত হয়েছে বসতঘর। আগুনে পুড়ে যাওয়া ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধার নাম গুল সাহেরা বেওয়া।

    শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত কায়ছার আলীর স্ত্রী।

    প্রতিবেশীরা জানান, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তার বড় ছেলে ভ্যানচালক মোখলেছার রহমান (মোংলা) এর বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী কায়ছার আলী বহু বছর আগে মারা গেছেন। তিনি প্যারালাইসিস রোগী, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। শনিবার রাতে ওই বৃদ্ধাকে তার ঘরে রেখে বাড়ির অন্য সদস্যরা ওয়াজ মাহফিল শুনতে যান। সেই কারণে গ্রামে লোকজন কম থাকায় এবং ওয়াজ মাহফিলের মাইকের উচ্চ শব্দের কারণে কিছু বোঝা যায়নি। ফলে ঘরে আটকা অবস্থায় আগুনে পুরে তার মৃত্যু হয়।

    উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে বৃদ্ধা সাহেরা বেগম তার কক্ষে আটকা পড়ে মারা যান। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়েছে।এতে আনুমানি দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

    এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…