ঈদের বহুল আলোচিত সিনেমা 'সুড়ঙ্গ'। এই সিনেমায় জুটি বেঁধে মাসুদ ও ময়না চরিত্রে দর্শক মনে দাগ কেটেছেন অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জা। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই তা প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় লক্ষ্য করলেই বোঝা যায়।
এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমাটি দেখতে ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ভিড় করছে দর্শক। মুক্তির ১০ দিন পরেও সগৌরবে বিভিন্ন হলে সিনেমাটি হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে।
এই আনন্দ উদযাপনের জন্য ৮ জুলাই এক বিশেষ সন্ধ্যা সাজানো হয়েছিল। রাজধানীর মিরপুর শনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে রাত ৮টা থেকে প্রদর্শিত হয় সুড়ঙ্গ সিনেমাটি। সেখানে বসেছিল তারার মেলা। আনন্দ এই আয়োজনে উপস্থিত ছিলেন চিত্র নায়িকা মাহিয়া মাহি, সুনেরাহ বিনতে কামাল, জিয়াউল রোশান, ইয়াশ রোহান, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, শাফায়েত মানসুর রানা সহ আরও অনেকেই।
গত ২৯ জুন মুক্তি পায় 'সুড়ঙ্গ'। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে হালের ক্রেজ, দাপুটে অভিনেতা আফরান নিশোর। তার সাথে সিনেমায় তাল মিলিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী তমা মির্জা। মোস্তফা মনোয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ আরও অনেকেই।
এ সিনেমায় তমা অভিনয় করেছেন 'ময়না' চরিত্রে। তার মতে, অভিনয় জীবনের সেরাটুকু দিয়েছেন এ সিনেমায়। সিনেমা দেখে এর গল্পের সঙ্গে, প্রতিটি চরিত্রের সঙ্গে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন অনেক দর্শক। মানুষ, মানুষের মনে বিশ্বাস-অবিশ্বাসের সুড়ঙ্গ খুঁড়ছে।
এই সময় রাফি সিনেমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের দর্শকরা পারেন বাংলা সিনেমার দিন বদল করতে। সেটা তারা ‘সুড়ঙ্গ’ দিয়ে প্রমাণ করেছেন। দর্শক আবার হলে ফিরেছেন। বাংলা সিনেমা দেখছেন। সিনেমার টিকিট পাচ্ছেন না—এগুলো আমাদের ঢালিউডের জন্য আশার কথা। এ জন্য সব কৃতজ্ঞতা দর্শকদের প্রতি।
আফরান নিশো তার প্রথম সিনেমা দিয়েই যে ছক্কা হাঁকিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই।'সুড়ঙ্গ' যে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হবে তা আগেই থেকেই জানান দিচ্ছিল দর্শক।