যেকোন অনিয়মের সঠিক প্রমানসহ তথ্য দিবেন ব্যবস্থা নেয়া হবে কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা পুলিশ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার (১৭ মে) দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর শুভ উদ্ধোধন অনুষ্ঠান কথা গুলো বলেন।
এসময় পুলিশ প্রধান আরও বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশদের নানান সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন এবং তিনি বলেন,পুলিশের জন্য এটা ব্যায় নয় বিনিয়োগ। কারণ পুলিশদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে পুলিশ তার দায়িত্ব সত্য ও নিষ্ঠার সাথে পালন করতে পারবে। সেই সাথে সারাদেশের মানুষ পুলিশের সেবা থেকে উপকৃত হবে। আমরা দেশের মানুষদের জন্য কাজ করতে পেরে গর্বিত।
পুলিশ প্রধান আরও বলেন,পুলিশ অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে আর আগামীতে করবে। আর অনিয়মের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। পুলিশের সকল মেধা সকল শ্রম ব্যায় হবে মানুষের কল্যাণে।দেশে সকল ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস বাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাস বাদ সম্পূর্ণ দমনে ২ লাখ ১৩ হাজার পুলিশ সদস্যকে নিয়ে সাফল্য জনক ভূমিকা পালন করছি।
পুলিশ প্রধান আরোও বলেন,প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। পুলিশ বাহিনীর সদস্যদের দেশে বিদেশে ট্রেনিং দিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশের যোগ-উপযোগী ভাবে গড়ে তুলেছেন। যার ফলে দেশে যখন যে কোনও ঘটনা ঘটলে তথ্য প্রযুক্তি ও সক্ষমতা কাটিয়ে পুলিশ তাৎক্ষণিক সেটার ব্যবস্থা নিতে পারে ও ঘটনার কারণ উদঘাটন করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী প্রমুখ।
এমআর