এইমাত্র
  • মিরাজের রক্তমাখা শার্ট নিয়ে তথ্য উপদেষ্টার সঙ্গে বাবার সাক্ষাৎ
  • হামাস ‘সন্ত্রাসী’ নয়, ‘স্বাধীনতাকামী’ সংগঠন: এরদোগান
  • হঠাৎ মিমকে হারুনের ফোন, সরে দাঁড়াতে বলেন যে সিনেমা থেকে
  • লেবাননে পৌঁছেছে তুরস্কের ৩০ টন মানবিক সহায়তা
  • বৃষ্টিতে ভেসে যেতে পারে কানপুর টেস্টের প্রথম দিন!
  • শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া
  • কৃষিকে কৃষকবান্ধব করতে হবে: উপদেষ্টা
  • ঢাকা জেলার সাবেক ডিসির বিরুদ্ধে হত্যা মামলা
  • দেশে স্বর্ণের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ
  • নিষিদ্ধ জামাতুল আনসারের ৩২ জনের জামিন বাতিল
  • আজ বৃহস্পতিবার, ১০ আশ্বিন, ১৪৩১ | ২৬ সেপ্টেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    যবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময় সভা

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

    যবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময় সভা

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

    বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সংকট উত্তরণ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    মতবিনিময় সভায় শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ, বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ ও ল্যাবসমূহ আধুনিকায়ন, পরীক্ষার ক্ষেত্রে ইম্প্রুভি সিস্টেম চালুকরণসহ বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন এবং তাদের সুচিন্তিত মতামত দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের সমস্যা, সম্ভাবনা ও সুচিন্তিত মতামতসমূহ লিপিবদ্ধ করা হয়। এছাড়া মতবিনিময় সভায় অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ শোনেন এবং তাৎক্ষণিক সেগুলোর উত্তরও দেন।

    অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ‘আমার কাছে সবাই সমান। যার যতটুকু প্রাপ্য তাঁকে ততটুকুই দেওয়া হবে। আশা করি, ন্যায়ের শূন্যতা থাকবে না। যে সমস্যাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো ধীরে ধীরে সমাধানের চেষ্টা করা হবে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো টিচিং ল্যাবরেটরি থাকবে না, সবগুলোকে রিসার্চ ল্যাবরেটিতে রূপান্তর করা হবে।’

    মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহের প্রভোস্টবডি, প্রক্টরবডি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের বডিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও পরিচিত হন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…