‘বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না’। তার বাস্তব নিদর্শন ৮৮ বছরের আলী চাচা। যিনি প্রায় ৯০ বছরের কাছাকাছি এসে বসেছেন মাধ্যমিক পরীক্ষায়। তার এমন প্রচেষ্টা বেশ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে । শিক্ষার কোনো বয়স নেই, এমন প্রবাদের নিদর্শন হয়ে রইলেন সৌদি আরবের নাগরিক আলী চাচা।
সৌদিআরবের জিজান শহরের মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেন আলী জাধমি নালের নামের সৌদি প্রবীণ। তিনি ‘আলী চাচা’ নামে সকলের নিকট বেশ পরিচিত।
এই বয়সে পড়ালেখা করার আগ্রহ নিয়ে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে স্কুলে ফিরে আসতে তিনি কোন অসুবিধার সম্মুখীন হননি। স্কুলে তার সহপাঠী তরুণ ছাত্রদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি সৌদি টেলিভিশন আল এখবারিয়ার সাথে একটি সাক্ষাত্কারে বলেন যে তিনি মিডল স্কুলের একজন শীর্ষ শ্রেণীর ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে তিনি বেশ আগ্রহী ।
তিনি আরও বলেন, শিক্ষার কোন বয়স নেই। বিশেষকরে, বার্ধক্য অধ্যয়ন ও জ্ঞান অর্জনের জন্য কোন বাধা নয়। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা যেতে পারে। তার এই পদক্ষেপে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি ক্লাসে ফিরে গিয়েছেন ১০২ বছর বয়সী ফাতেমা জায়েদ। তিনি স্থানীয় একটি সাক্ষরতা কোর্সে ভর্তি হন।
এইচএ