এইমাত্র
  • অস্ট্রিয়াকে আর গ্যাস দেবে না রাশিয়া
  • মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • এবার ভারতের নামে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাকিস্তানের নালিশ
  • বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করার চেষ্টা করছি: শিল্প উপদেষ্টা
  • বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে ভারত ও হাসিনা: সাকি
  • নারীদের আসন দিতে হবে ১০০টি: ড. বদিউল আলম
  • ‘আনসার লীগের পর সরকার এবার আহত লীগের খপ্পড়ে পড়েছে’
  • শহিদদের নামে প্রতি উপজেলায় স্টেডিয়াম: ক্রীড়া উপদেষ্টা
  • মুন্সিগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • যুদ্ধ বন্ধে লেবাননের যে কোনও সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান
  • আজ শনিবার, ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ২৩ দিন পর কাজে ফিরলেন টিএনজেড কারখানার শ্রমিকরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

    ২৩ দিন পর কাজে ফিরলেন টিএনজেড কারখানার শ্রমিকরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম
    সংগৃহীত ছবি

    বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন পর খুলে দেওয়া হয়েছে।

    শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগদান দিয়েছেন। এছাড়া জেলার অন্যান্য কারখানাগুলোর পরিবেশও স্বাভাবিক আছে বলে জানা গেছে।

    এর আগে, ওই কারখানা কর্তৃপক্ষের ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া কথা অনুযায়ী গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সব শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়।

    কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানা আছে। এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফায় শ্রমিক আন্দোলন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ বেতনের দাবিতে গত শনিবার (০৯ নভেম্বর) সকাল ৯টা থেকে গত সোমবার (১১ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা তিন দিন বেতন ভাতার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

    এদিকে, গত বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানা সামনে নোটিশ টানিয়ে দেওয়া হয় যে আজ (শনিবার) থেকে কারখানা খোলা থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকরা যথারীতি আজ সকাল থেকে কাজে যোগ দিয়েছেন।

    টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মো. হেদায়তুল হক বলেন, গত বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এছাড়া আরও কিছু বকেয়া আছে যেগুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে। শনিবার সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন। আমি আশা করছি আর কোনো সমস্যা হবে না। কারখানার এই শ্রমিক সংকট সমাধান করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবসহ সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    উল্লেখ্য, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের পাঁচটি কারখানা আছে। এসব কারখানায় সাড় ৬ হাজার শ্রমিক কাজ করেন। বকেয়া বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমাবার রাত ১০টা পর্যন্ত টানা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…