এইমাত্র
  • ‘এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’
  • অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে: রিজভী
  • ২৪ নভেম্বর সব পাকিস্তানিকে বেরিয়ে আসার আহ্বান ইমরান খানের
  • ‘সবাই হাসেন আর আনন্দ করেন’, আদালত চত্বরে ইনু
  • ময়নাতদন্তে লাশ তুলতে অনিহা, নিহতের মামলার বাদী কে জানেন না পরিবার
  • কুমিল্লায় ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার
  • শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে: তানজিন তিশা
  • ক্ষমতায় গেলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে বিএনপি
  • পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা
  • এস আলমের শেয়ার বেচে ১০ হাজার কোটি টাকা আদায় করবে ইসলামী ব্যাংক
  • আজ সোমবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    এসএসসি পরীক্ষার্থীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগে প্রতিবাদ ও বিচারের দাবি

    আল আমিন, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

    এসএসসি পরীক্ষার্থীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগে প্রতিবাদ ও বিচারের দাবি

    আল আমিন, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

    মুন্সিগঞ্জের গজারিয়ায় আলোচিত সাব্বির হোসেন নামের এক এসএসসি পরিক্ষার্থীর হাত থেকে কব্জি বিছিন্ন করার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানববন্ধন করেছে উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী ও ভুক্তভোগীর আত্মীয়-স্বজন।

    সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোড় দাবি জানান ভুক্তভোগীর পরিবার। মানববন্ধনে বক্তব্য রাখেন আহত সাব্বিরের মা শান্তি বেগম,ফুফু মিনয়ারা বেগম , বোন সাজদা আক্তারসহ অন্যরা।

    সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সন্ত্রাসী কায়দায় হামলাকারীদের বিচার এবং গ্রেপ্তারের দাবি জানান।

    হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল আলম বলেন, এ ঘটনায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি

    গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে আমরা খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

    প্রসঙ্গত, সীমানা বিরুদ্ধের জেড়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রতিপক্ষের হামলায় সাব্বির (১৭) নামে এক কিশোরের বাম হাতের কব্জির বৃদ্ধা আঙুলসহ তালুর অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহতের বড় ভাই সাইদার (৩৩) বাঁধা দিতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে এতে তার শরীলের ভিন্ন জায়গায় ৬৩টি শেলাই করতে হয়। এছাড়াও এক নারীকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে গজারিয়া থানায় ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী সাব্বির এর বাবা শাহজালাল মিয়া।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…