এইমাত্র
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুল ট্রাইব্যুনালে
  • জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • চুলের যত্নে আদার তেল, জানুন বানানোর নিয়ম
  • অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে দুই নারী আটক
  • মেহেরপুরে ভাইদের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ
  • ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার
  • বাগেরহাটে গ্রিল ভেঙে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
  • সচিবালয়ে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক
  • অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ মনে করেন না নজরুল ইসলাম খান
  • ময়মনসিংহে ট্রাক চাপায় একই পরিবারের ৪ জন নিহত
  • আজ বৃহস্পতিবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    যবিপ্রবিতে ঔষুধ আবিষ্কার, সুযোগ ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম
    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

    যবিপ্রবিতে ঔষুধ আবিষ্কার, সুযোগ ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

    ঔষুধ আবিষ্কার, সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

    রোববার (৮ ডিসেম্বর) সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘ড্রাগ ডিসকভারি, চ্যালেঞ্জেস এবং অপরচুনিটি’ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে যবিপ্রবির ফার্মেসি বিভাগ ও রিসার্চ সেল।

    প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এ ধরনের সেমিনার আয়োজনের জন্য ফার্মেসি বিভাগ ও রিসার্চ সেলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের ভালো ফার্মাসিস্ট, গবেষক হতে হলে এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যবিপ্রবি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। গবেষণায় আরও ভালো করতে এ ধরনের সেমিনারের বিকল্প নেই। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেমিনারের মাধ্যমে ঔষুধ আবিষ্কার কিভাবে করতে হয় সে সম্পর্কে জানবে এবং এ ধরনের জ্ঞান তাদের ক্যারিয়ার গঠনে মূল্যবান ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার এসজিএস লাইফ সাইন্সেস কোম্পনির বায়োফিজিক্সের বিজ্ঞানি ড. মুহাম্মদ সাদ্দাম হুসাইন। তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় ঔষুধ আবিষ্কার, সুযোগ, প্রতিবন্ধকতা ও বিভিন্ন ঔষুধের চাহিদাসহ গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। ঔষুধ আবিষ্কার এবং তার বিভিন্ন স্তরসমূহ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

    রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনিরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোছা. ফারজানা সুলতানা। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নওশীন জাহান জেরিন ও নিলুফা মাহারুফ মিম।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…