সৌদি আরব বাংলাদেশে ৪০ হাজার কুরবানির পশুর মাংস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাজধানী রিয়াদ থেকে পাঠানো এই মাংস চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছাবে। সৌদি আরবের ঢাকাস্থ রয়্যাল দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।
সৌদি দূতাবাস জানায়, ১৪৪৫ হিজরি হজ মৌসুমে কুরবানির মাংস প্রকল্পের আওতায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এই মাংস পাঠানো হচ্ছে। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ৪০ হাজার পশুর মাংস ১৩ হাজার ৬৮০ কার্টনে প্যাকেজিং করে ২৪টি কন্টেইনারে পাঠানো হবে। চালানটি ইনশাআল্লাহ ২৬ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
দূতাবাস আরও জানিয়েছে, এই চালান গ্রহণ এবং তা বাংলাদেশের সুবিধাভোগীদের মধ্যে বিতরণের জন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেছে। মাংস বিতরণের এই উদ্যোগ সৌদি আরবের কুরবানির মাংস প্রকল্পের অংশ, যা প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতা প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালিত হয়।
সৌদি আরবের রয়্যাল দূতাবাস এ সুযোগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।
এসএফ