এইমাত্র
  • খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ‘শেখ হাসিনার আমলে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান জানতে দেয়া হয়নি’
  • সাকিব আল হাসানকে আগেই জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা
  • এবার পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের ওষুধ
  • ‘পৃথিবীতে সম্ভবত একমাত্র নেতা ড. ইউনূস, যার এতো যোগ্যতা’
  • অবৈধ অভিবাসী ফেরত না নিলে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • নির্বাচিত সরকারের ওপর সংস্কার ছেড়ে দেয়ার আহ্বান রিজভীর
  • বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে যে চুক্তি ও সমঝোতা সই হলো
  • কার্যালয়ে অবরুদ্ধ মাদক অধিদপ্তরের ডিজি
  • জাবির আবাসিক হল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আজ রবিবার, ১ পৌষ, ১৪৩১ | ১৫ ডিসেম্বর, ২০২৪
    জাতীয়

    বিজয় দিবসে বিকল্প সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

    বিজয় দিবসে বিকল্প সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
    ছবি: সংগৃহীত

    আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে নির্ধারিত কিছু রাস্তায় যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    রবিবার (১৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    এতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর ৪টা থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাগণ, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন। এ উপলক্ষে ওই দিন রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনসমূহকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

    ডিএমপির নির্দেশনা অনুযায়ী, গাবতলী হতে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

    কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাহিরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং হতে ডানে টার্ন করে মিরপুর-১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।

    আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।

    টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

    উল্লিখিত অনুষ্ঠানগুলো চলাকালীন নাগরিকদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বিজ্ঞপ্তিতে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…