আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই।’
আগামী ২২ ডিসেম্বর ফের আসছে দৈনিক আমার দেশ পত্রিকা। শুক্রবার এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই মিডিয়াতে একটা ইসলামোফাবিয়া আছে। আমরা এই ইসলামোফোবিয়া মোকাবিলা করব।
আমার দেশ সম্পাদক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের গুণগান গাওয়ার কারণে পত্রিকার ওপর পাঠকের আস্থা কমে গেছে। পাঠকও কমে গেছে। যতই অনলাইনের যুগ হোক, ছাপা পত্রিকার আলাদা একটা গুরুত্ব আছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করব। কোনো দলের সঙ্গে আমাদের সঙ্গ নাই। যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকব।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার বাশির জামাল। এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রমুখ।
এসএফ