পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) । বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকা থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের গোয়ালগছ ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রটি উদ্ধার করে। পরে অস্ত্রটি গুলি সহ গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায় বিজিবির টহল দলের সদস্যরা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বিকেলে তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকেরা। এসময় শ্রমিকদের জালে পুরাতন অস্ত্রটি উঠে আসে। পরে বিজিবির টহল দলের সদস্যদের খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে স্থানীয় গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যান।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, অস্ত্রটির লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারণে অস্ত্রের গায়ে কোন লেখা বুঝা যাচ্ছে না। কোন সময়কার অস্ত্রটি বলা মুশকিল। আমরা অস্ত্রটি ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। গুলিগুলোও পরিত্যক্ত হয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।