পদ্মা সেতুর লিংক প্রজেক্ট উদ্বোধনের ঘোষণা আমাদের আনন্দিত করতে পারছে না। মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচি নিয়ে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। নিজ শহর থেকে ঢাকায় অফিস করার মতো সময়সূচি ও ট্রেন দেওয়ার ঘোষণা সহ ৬ দফা দাবি মানার অঙ্গীকার দেওয়া না হলে সর্বাত্মক কর্মসূচি পালন করার হুশিয়ারি দিয়েছে, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।
তিনি বলেন, রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, আগামি ২৪ ডিসেম্বর যশোর- ঢাকা পদ্মা সেতুর লিংক প্রজেক্ট উদ্বোধনের দিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে বৃহত্তর যশোরের রেল যোগাযোগের দাবি দাওয়া আদায়ে রেলওয়ে উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সকল কর্মসূচিতে যশোরর সকল স্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক কাউসার আলী, অধ্যক্ষ শাহীন ইকবাল, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জিল্লুর রহমান ভিটু,দীপঙ্কর দাস রতন, ইঞ্জিনিয়ার হাসান ও মিলন রহমান প্রমূখ।
এইচএ