এইমাত্র
  • শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, যা জানাল ভারত
  • সমালোচনার কড়া জবাব দিলেন গায়িকা জেফার
  • শুরু হলো নিশো-তমা'র দ্বিতীয় ইনিংস, সঙ্গে আছেন সুনেরাহ
  • আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল
  • মেঘনার জাহাজ থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও দুজনের মৃত্যু
  • বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে: দুদু
  • ঘুরতে আসা তিন পর্যটককে মারধর করে মোবাইলসহ নগদ টাকা লুট
  • নারায়ণগঞ্জে ডায়িং কারখানার বয়লারে আগুন
  • বোতল ও পলিথিন ব্যবহারে খাবারে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে: পরিবেশ উপদেষ্টা
  • রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বাঁচতে চায় জামালপুরের শিশু ইউনুস

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

    বাঁচতে চায় জামালপুরের শিশু ইউনুস

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

    পরিবারের অজান্তে চোখে বড় এক জটিলতা নিয়ে জন্ম হয় শিশু ইউনুসের। তার বয়স এখন ৫ বছর। জন্মের ৫ বছর পর চোখের সমস্যার বিষয়টি বুঝতে পারে তার পরিবার। পরে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শিশু ইউনুসকে নিয়ে গেলে চিকিৎসক জানান ইউনুসের চোখের ভিতরে টিউমার হয়েছে। দ্রুত অপারেশন না করা হলে ক্যান্সার পরিনত হবে। কিন্তু অপারেশন করতে প্রয়োজন অনেক টাকা। এখন বিপাকে পড়েছেন পরিবার.!

    শিশু ইউনুস জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার রেলওয়ে স্টেশন চত্তর (রেলওয়ে কলোনিতে) বসবাস করেন। সে চানাচুর বিক্রেতা নরুজ্জামান এর একমাত্র ছোট ছেলে।

    ইউনুসের পরিবার জানান, জন্মের পর থেকে ৫ বছর যাবত ইউনুসের চোখ স্বাভাবিক ছিলো। হটাৎ কিছুদিন ধরে চোখে ব্যথা অনুভব শুরু করেন ইউনুস। পরে তৎক্ষণাৎ তাকে সরিষাবাড়ি আলেয়া চক্ষু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করেন।

    পরে হাসপাতালে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানান জন্ম থেকেই ইউনুসের বাম চোখটি নষ্ট এবং তার সেই চোখে টিউমার হয়েছে। আর টিউমারের যন্ত্রণায় ইউনুসের অবস্থা দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে। দ্রুত অপারেশন করা না হলে ক্যান্সারের রূপ নিবে। চোখের আলো ফিরিয়ে আনতে এবং ইউনুসকে সুস্থ্য করতে খরচ করতে হবে প্রায় দেড় লক্ষাধিক টাকা।

    এদিকে দরিদ্র চানাচুর বিক্রেতা ‘নরুজ্জামান, বলেন, ‘কিভাবে এত টাকা জোগার করবো.? রেলের জায়গাতে পেয়েছি মাথা গোজার ঠাঁই, বিক্রি করি চানাচুর, পরিবারে আছে ৫ ছেলে মেয়ে। সংসার চলাই দায়, ছেলেকে বাঁচাবো কিভাবে.? সন্তানকে সুস্থ করতে প্রয়োজন প্রায় দেড় লাখ টাকা। কোথায় পাওয়া যাবে টাকা, কে দেবে?

    শিশু ইউনুস এর মা রেণু বেগম সহ পরিবারের সকলেই সমাজের বিত্তবান, দাতা ও সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সবার অংশগ্রহণ আর সামান্য দান একত্রিত করে হয়তো আমার সন্তানের চিকিৎসা করা সম্ভব হবে। তিনি তার সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্য প্রত্যাশা করেন।

    উল্লেখ্য, শিশু ইউনুসে এর চিকিৎসা জন্য আগ্রহীরা খোঁজখবর ও সহযোগিতার জন্য বিকাশ/নগদ/রকেট ০১৭২৩৮৮৬০০২ নম্বরে যোগাযোগ করতে পারেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…