‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমেনাই’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরকারি খাদ্য গুদামের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গুড়া থানা কমিটির আয়োজনে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গুড়া থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাই জমীরি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে এমন সেবা-ই দিতে চায় যেমনটা সাধারণ জনগণ চায়। এই দেশটা হলো জনগণের, জনগণের টাকায় দেশ চলে। মানুষ সেবা চাওয়ার পরেও পাবে না তা কখনোই হবে না, বরং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ইসলামী আন্দোলন এ ধরনের গণ সমাবেশের আয়োজন করছে।
এমআর