এইমাত্র
  • শুভ বড়দিন আজ
  • ‘খ্রিষ্টান সম্প্রদায়সহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে’
  • বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম আটক
  • 'আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে' মন্তব্যটি ভুয়া
  • মিরপুরে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • মিয়ানমার থেকে অনুপ্রবেশের শঙ্কায় সর্বোচ্চ সতর্ক বাংলাদেশ
  • ভাগ্য নিয়া জুয়া খেলতাছস: মোশাররফ করিম
  • বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন অপকর্ম করতে না পারে: সালাম পিন্টু
  • গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে: নেতানিয়াহু
  • দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, শনাক্ত ১০০০
  • আজ বুধবার, ১১ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    চট্টগ্রামে এস আলমের ৯ কারখানা বন্ধ ঘোষণা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

    চট্টগ্রামে এস আলমের ৯ কারখানা বন্ধ ঘোষণা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

    বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের মালিকানাধীন নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গ্রুপটির মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা একাধিক প্রজ্ঞাপনে কারখানাগুলো বন্ধের বিষয়টি জানানো হয়।

    বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (এনওএফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্টিপস লিমিটেড লিমিটেড।

    এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে, নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।

    পুলিশ জানিয়েছে, কারখানা মোট নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হলেও এর মধ্যে কর্ণফুলীর ছয়টি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে। পরবর্তীতে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ফিরে যায়। এছাড়া এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড ও চেমন ইস্পাত লিমিটেড এই তিনটি কারখানায় কোনো বিক্ষোভ পরিলক্ষিত হয়নি।

    কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, শ্রমিকরা জড়ো হওয়ায় আমাদের দুটি টিম কাজ করে। একই সঙ্গে এস আলম কর্তৃপক্ষ এসেও শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। এরপর তারা চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এস আলম গ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বন্ধ ঘোষণা করা কারখানা নয়টিতে কর্মকর্তা ও শ্রমিক মিলিয়ে অন্তত ১২ হাজার লোক কাজ করেন। বর্তমানে কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা সম্ভব হচ্ছে না। কারণ এস আলম গ্রুপকে এলসি খোলার ক্ষেত্রে কোনো ব্যাংক যথাযথ সহযোগিতা করছে না। এমতাবস্থায় সাময়িকভাবে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…