'নিজের ভাগ্য নিজে দেখা যায় না, মানা আছে' সংলাপটি একজন জ্যোতিষীর। আর এই জ্যোতিষীর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
'ভাগ্য ভালো'র ট্রেইলারে জ্যোতিষী চরিত্রকে উদ্দেশ করে মোশাররফ করিমকে আরেকটি সংলাপ আওড়াতে দেখা যায়, তা হলো- 'ভাগ্য নিয়া জুয়া খেলতাছস।'
ট্রেইলারে এই ধরনের সংলাপ ও অন্যরকম দৃশ্যায়ন দর্শক মনে তৈরি করেছে বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল।
আজ মঙ্গলবার রাত ১২টায় আসছে চরকি অরিজিনাল সিরিজ '২ষ' এর নতুন পর্ব 'ভাগ্য ভালো'। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটির এ গল্প গড়ে উঠেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে।
এ বিষয়ে নুহাশ হুমায়ূন বলেন, 'ওই যে আমাদের বাস্তব জীবনের আতঙ্ক, সেটা আমরা আমাদের গল্পে কানেক্ট করার চেষ্টা করেছি। এরকমই কিছু বিষয় নিয়ে "২ষ" সিরিজের গল্পগুলো সাজানো হয়েছে। "ভাগ্য ভালো" পর্বে সেরকম একটা সাইকোলজিক্যাল হরর গল্প দর্শক খুঁজে পাবে বলে আশা করছি।'
'২ষ' সিরিজে আছে চারটি গল্প। যার তিনটি নুহাশের সঙ্গে লিখেছেন তার মা গুলতেকিন খান।
মোশাররফ করিম বলেন, 'গল্পটা শুনে আমার মনে হয়েছিল কাজটি করতে হবে। একইসঙ্গে চ্যালেঞ্জও অনুভব করেছিলাম, কারণ কাজটির ঢং একটু আলাদা। কাজটি করে আমার পরিচালক খুশি, আমিও খুশি। আমার চরিত্রটা জ্যোতিষীর, সে বস্তিতে থাকে। রিপুর প্রভাবে সে এমন একটা কাজের দিকে এগিয়ে যায়, যা তার করা নিষেধ। গল্পটা আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।'