বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন অপকর্ম করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, বিগত চার বছর ছয় মাস পরিবারের সদস্যদের কারো সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি। আমাকে সবার কাছ থেকে একদম বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আজকে আমি দেশের জনগণের কাছে কৃতজ্ঞ। তাদের ত্যাগের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি। ছাত্র-জনতার আন্দোলনের এ ফসলকে আমাদের টিকিয়ে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে ঘরে নিয়ে আসতে হবে।
যে কারণে আন্দোলন সংগ্রাম হয়েছে, তা ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে পারি।
আওয়ামী লীগের মতো বিএনপি কোনো অপকর্ম করবে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, যতদিন বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যহত রাখব ইনশাল্লাহ।
এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। কারাগার থেকে বের হওয়ার পর গেটে আত্মীয়-স্বজন ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় অভিনন্দন মিছিলে মুখরিত হয়ে যায় এলাকা।