ময়মনসিংহে জাসদ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ভাতিজা সৈয়দ সজলকেও গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান।
ওসি জানান, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাদের দু'জনকে অস্ত্রসহ গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা। সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, মিন্টুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যা মামলাসহ একাধিক রয়েছে। অভিযানকালে তার সঙ্গে থাকা লাইসেন্স করা একটি শটগান জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
এআই