হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ তার বাহিনী বেসামাল হয়ে ওঠেছেন। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না।
এসব তথ্য জানিয়ে দ্রুত তাকে (তানভীর) গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডার তানভীর আহমেদ দলবল নিয়ে আমার ওপর একাধিকবার হামলা করেছে। তারপরও সে থেমে নেই। একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
এখানে সুবিচারের আশায় ২৪ ডিসেম্বর আমি বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় তানভীরসহ ১১জনকে আসামী করে মামলা করেছি। মামলাটি এফআইআর হওয়ার পরও ছাত্রলীগ ক্যাডার তানভীর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বলেন, মামলা হয়েছে। এ প্রেক্ষিতে আসামী তানভীরকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করেছে।
সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল বলেন, প্রথম ৭ডিসেম্বর সন্ধ্যায় পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ক্যাডার তানভীর আহমেদ, যুবলীগ কর্মী শামসুদ্দিন আহমেদসহ ১২ থেকে ১২জন মিলে মহলুলসুনাম এলাকার হাজী আব্দুর নূর মার্কেটের সামনে আমার ওপর হামলা চালায়।
পরে ৯ ডিসেম্বর একই ব্যক্তিরা দ্বিতীয়বার হামলা চালায় আমার বাড়িতে। এসব হামলায় আমিসহ ৫জন আহত হয়েছি। আমার ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তৃতীয়বারের হামলার আশঙ্কা করছি। আমি প্রশাসনের কাছে হামলাকারী ছাত্রলীগ ক্যাডার তানভীরসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এমআর