কুয়াশায় চাদরে ঢেকে আছে ঢাকার চারদিক।সেই সাথে শীতের তীব্রতা আরো বাড়িয়ে তুলেছে শৈত প্রবাহ। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে চারিদিকের অনেক কিছুই অস্পষ্ট।
এর সাথে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট একটি গ্রাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেখেনি আলোর মুখ দেখেনি সূর্যের মুখ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা আরো তীব্র আকার ধারণ করছে। এমন অবস্থায় ব্যাহত হচ্ছে গবেষণা কার্যক্রম।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক রিফাত আহমদ বলেন, "হঠাৎ করে তীব্র শীত পড়ায় এবং সূর্য না ওঠায় গবেষণার ফসলগুলো ঠিকমতো ফলন দিতে পরবে না। এরকম আবহাওয়া কয়েক দিন যাবত থাকলে কিছু কিছু গবেষণা নষ্ট হয়ে যাবে। "
আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে , দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।’
আরও দু-তিন দিন থাকবে এমন পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।
এইচএ