এইমাত্র
  • সুবাতাস বইছে ঢাকা-দিল্লি সম্পর্কের পালে
  • মেসিকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • নির্বাচনের দুটি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা
  • জম্মু ও কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত
  • বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটির এমডি
  • আজহারীর মাহফিল শেষে থানায় জিডির হিড়িক!
  • ৩২ বছর গোসল না করে রেকর্ড ভারতীয় সাধক গঙ্গাপুরির
  • দেশটাকে পুটলা করেছে হাসিনা পরিবার: জামায়াত আমির
  • টেকনাফের নাফনদে কোস্টগার্ডের সাথে গোলাগুলি
  • দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল
  • আজ রবিবার, ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম

    প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

    বুধবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    বিষয়টি নিশ্চিত করেন বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু।

    জানা গেছে, গতকাল ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদের নাম ছোট করে লেখায় তা ছিঁড়ে ফেলা হয়।

    এ ঘটনায় থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের কর্মী-সমর্থকদের সঙ্গে ফারুক কবির আহমেদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে ফারুক কবির আহমেদের বাসায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা বিএনপি কার্যালয়ে হামলা চালান বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, মূলত ফারুক কবির আহমেদের নাম ছোট করে লেখায় তিনি ক্ষুব্ধ হন। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আসলে দলীয় কোন্দল থেকে এমন ঘটনা ঘটেছে।

    গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো পক্ষই এখনও পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…