দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে মাঝারি শৈতপ্রবাহ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় চলতি বছরের শীত মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তবে সকাল বেলায় সূর্যের ঝলমলে আলো ছড়িয়ে পড়লে স্বস্তি ফিরে জনজীবনে। তবে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এই অঞ্চলে৷ সন্ধ্যার পর থেকে ঘরের বাহিরে কাজ ছাড়া তেমন বের হচ্ছে না, বাজারেও লোক সমাগম অনেকাংশে কমে গেছে৷
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিলো ৮৮ শতাংশ। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানান তিনি৷
এআই