এইমাত্র
  • মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • রুশ জ্বালানিখাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
  • দীর্ঘদিন পর নিজ দেশ পাকিস্তানে ফিরতে পেরে ব্যাপক খুশি মালালা
  • হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে: সুলিভান
  • নির্বাচনী রোডম্যাপ শিগগিরই প্রকাশ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: সমাজকল্যাণ উপদেষ্টা
  • এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু, সেক্রেটারি ফুয়াদ
  • শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা ডা. বিধান
  • দ্রুত নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল
  • সরকারি হাসপাতালগুলোর ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশ
  • আজ শনিবার, ২৮ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    মাদারীপুরে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

    মাদারীপুরে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

    মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হেদায়েত হাওলাদার নামে এক ব্যক্তির গাছের বাগানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চাঁনমিয়া হাওলাদারের বিরুদ্ধে। এতে ৯০টির বেশি গাছ পুড়ে গেছে।

    শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কালিকাপুর ইউনিয়ন দক্ষিন দুধখালী এলাকায় এই ঘটনা ঘটে।

    বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হেদায়েত হাওলাদার চার বছর আগে দক্ষিন দুধখালী এলাকায় ১৮ শতাংশ জমিতে ২ শতাধিক চারা কাঠ গাছ রোপন করেন। পাশের জমি তার চাচাতো ভাই চাঁনমিয়া হাওলাদারের। শুক্রবার পাশের জমির কচুরিপানা পরিস্কার করতে সেখানে আগুন দেন চানমিয়ার শ্রমিকরা।

    বাগান মালিক হেদায়েত হাওলাদারের দাবি, ক্ষতির উদ্দেশ্যে তার বাগানের গাছ পুড়িয়ে দিয়েছে চাঁন মিয়া। তিনি বলেন, আমার সাথে তার দ্বন্দ্ব ছিলো। সেই জের ধরেই আমার বাগান পুড়িয়ে প্রায় কোটি টাকার ক্ষতি করেছে সে।

    স্থানীয় বাসিন্দা রাব্বি হাওলাদার, রুবেল হাওলাদার ও আক্কাস আলীসহ বেশ কয়েকজন জানান, চাঁন মিয়া হেদায়েত হাওলাদারের ক্ষতি করার জন্য নিজেই গাছের বাগানে আগুন লাগিয়ে গাছগুলো পুরে ফেলেছে।

    অভিযুক্ত চাঁন মিয়া হাওলাদার বলেন, আমি কচুরিপানায় আগুন দিয়েছি আর সেই কচুরিপানা থেকেই গাছে আগুন ধরেছে। এখানে আমার কোন দোষ নেই।

    মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। আগুন দেওয়ার আলামত পেয়েছি। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…