এইমাত্র
  • সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • সংস্কার কমিশনগুলোর কাজের সময় বাড়ছে ১ মাস: উপদেষ্টা রিজওয়ানা
  • দক্ষিণ আফ্রিকার এক স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
  • শিবচরে দুর্বৃত্তের আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
  • প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন: আইন উপদেষ্টা
  • তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    বনের গাছ কেটে সরকারি ভূমি দখল, প্রহরীকে হুমকি যুবদল নেতার

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

    বনের গাছ কেটে সরকারি ভূমি দখল, প্রহরীকে হুমকি যুবদল নেতার

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম
    যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ফাহাদুল ইসলাম পাভেল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাঁধা দেওয়ায় বন প্রহরীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটানোর হুমকি দেয় ওই যুবদল নেতা।

    বুধবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়ার সাগরিয়া রেঞ্জের রহমত বাজার ক্যাম্পের ভুক্তভোগী বন প্রহরী মো.মাহমুদুল হাসান।

    এর আগে, গত শনিবার (১১ জানুয়ারি) অভিযুক্ত যুবদল নেতা তার দোকানে ডেকে নিয়ে ওই বন প্রহরীকে হুমকি দেয়।

    অভিযুক্ত যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। জুলাই বিপ্লবের পর হঠাৎ নেতা বনে যাওয়া এই পাভেল এলাকায় যেন ‘ধরাকে সরা জ্ঞান’ করছে। তার এমন কর্মকাণ্ডে চরম বিব্রত স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

    বন প্রহরী মো. মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, গত ৪ জানুয়ারি শনিবার পাভেল নামের এই যুবদল নেতা দিনে দুপুরে নোয়াখালী উপকূলীয় বনবিভাগের চর আলিমবিট সাগরিয়া রেঞ্জের ১৪-১৫টি গাওয়া গাছ কেটে নিয়ে যায়। যা উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার সংলগ্ন গোলতলা পর্যটন স্পটে হোটেল নির্মাণ করে। ক্যাম্পে পর্যাপ্ত জনবল না থাকায় আমি তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারছিলাম না। তাই বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার কারণে যুবদল নেতা পাভেল আমাকে তার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার ফার্মেসীতে ডেকে নেয়। একপর্যায়ে আমাকে বলে আমি যদি সরকারি চাকরি করতে চাই তাহলে যেন তার বিষয়ে চুপ থাকি। নাহলে সে আমাকে নির্বিঘ্নে চাকরি করতে শেল্টার না দিয়ে চুপ থাকলে, লোকজন আমাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটাবে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি কোনো গাছ কাটিনি এবং কোনো হোটেলও দেয়নি। বন প্রহরী হাসান যদি সরেজমিনে এসে আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে আপনারা যে কোনো ব্যবস্থা নিতে পারেন। তবে সরেজমিনে গিয়ে রিপোর্ট করার দাবি করেন তিনি।

    উপকূলীয় বনবিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার বলেন, অভিযোগের বিষয়ে অবগত হওয়ার পরই ৮-৯ গাছ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি গাছ ওই যুবদল নেতার নির্মিত ঘরে ব্যবহৃত হচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…