এইমাত্র
  • সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • সংস্কার কমিশনগুলোর কাজের সময় বাড়ছে ১ মাস: উপদেষ্টা রিজওয়ানা
  • দক্ষিণ আফ্রিকার এক স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
  • শিবচরে দুর্বৃত্তের আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
  • প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন: আইন উপদেষ্টা
  • তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    আন্তর্জাতিক

    ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

    ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ কখনোই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকারের করা অভিযোগটি নাকচ করে দিয়েছেন।

    এর আগে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার ওই চেষ্টা চালানো হয়েছিল। তবে কোনো হামলা চালানোর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়।

    এছাড়া গত বছর মার্কিন নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্প অভিযোগ করেন, তাকে হত্যাচেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে। এই প্রসঙ্গে এনবিসি নিউজের পক্ষ থেকে পেজেশকিয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্পকে হত্যায় ইরানের কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে পেজেশকিয়ান বলেন, ‘কখনোই না।’

    প্রসঙ্গত, গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। আগামী সোমবার তার প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। যদিও নির্বাচনী প্রচার চলাকালে দুবার হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচে যান ট্রাম্প। একটি হত্যাচেষ্টা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। ট্রাম্প তখন ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে গলফ খেলছিলেন। এর আগে গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করার সময়ও ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তবে তদন্তে দেখেছেন, দুটি ঘটনার কোনোটিতেই ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি তদন্তকারীরা।

    এর আগে সাইবার অভিযানসহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে মার্কিন প্রশাসন যে অভিযোগ করেছিল, তা–ও অস্বীকার করেছে তেহরান।

    এদিকে ইরান বলেছে, দশকের পর দশক ধরে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। অভিযোগটি প্রমাণের জন্য কয়েকটি ঘটনারও কথা উল্লেখ করেছে তারা। এর মধ্যে আছে ১৯৫৩ সালে ইরানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভ্যুত্থান থেকে শুরু করে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানি সামরিক কমান্ডার নিহত হওয়ার মতো বিভিন্ন ঘটনা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…