এইমাত্র
  • সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • সংস্কার কমিশনগুলোর কাজের সময় বাড়ছে ১ মাস: উপদেষ্টা রিজওয়ানা
  • দক্ষিণ আফ্রিকার এক স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
  • শিবচরে দুর্বৃত্তের আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
  • প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন: আইন উপদেষ্টা
  • তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    শিক্ষাঙ্গন

    মাদক সেবনের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী বহিষ্কার

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম
    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

    মাদক সেবনের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী বহিষ্কার

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদক সেবনের দায়ে ৭ শিক্ষার্থীর আবাসিক আসন স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। গত শুক্রবার ও মঙ্গলবার (১৪ জানুয়ারি) পৃথক অভিযানের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    শুক্রবার রাতে হলের অষ্টম তলার ৮৩১ নম্বর কক্ষে মাদক সেবনের সময় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন। পরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে তাদের আসন স্থায়ীভাবে বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    পরবর্তীতে মঙ্গলবার রাতে নতুন করে হলের দশম তলার ১০৩৬ নম্বর কক্ষে অভিযান চালায় হল প্রশাসন। সেখানেও মাদক সেবনের প্রমাণ পাওয়ার পর আরও ৩ শিক্ষার্থীর আসন স্থায়ীভাবে বাতিল করা হয়। একইসঙ্গে, তাদেরও ৭ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    হল প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ ও সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অভিযোগে অভিযুক্তদের আবাসিকতা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কক্ষের প্রত্যেককেই দায়ী হিসেবে বিবেচনা করা হবে।

    হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, “হলের পরিবেশ রক্ষায় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দোষী শিক্ষার্থীদের ছাড় দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

    আসন বাতিল হওয়া শিক্ষার্থীদের নাম প্রকাশ না করে প্রাধ্যক্ষ বলেন, “তাদের গোপনীয়তা রক্ষার জন্য নাম প্রকাশ করা হচ্ছে না।”

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…