এইমাত্র
  • পুলিশ সংস্কারে সুপারিশ, আসামিকে জিজ্ঞাসাবাদে থানায় স্বচ্ছ কাচের ঘরের প্রস্তাব
  • বাংলাদেশের ‘নাম’ পরিবর্তনের সুপারিশ
  • সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • সংস্কার কমিশনগুলোর কাজের সময় বাড়ছে ১ মাস: উপদেষ্টা রিজওয়ানা
  • দক্ষিণ আফ্রিকার এক স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
  • শিবচরে দুর্বৃত্তের আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় রাত জেগে গ্রামবাসীর পাহারা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

    উল্লাপাড়ায় রাত জেগে গ্রামবাসীর পাহারা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

    উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামে চুরি রোধে রাত জেগে পাহারার ব্যবস্থা নিয়েছে গ্রামবাসী। গ্রামের প্রতিটি পরিবার থেকে পর্যায়ক্রমে একজন করে প্রতিনিধি এই পাহারা কার্যক্রমে অংশ নিচ্ছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত দল ভিত্তিক লোকজন লাঠি, বাঁশি ও টর্চ নিয়ে পাহারা দিচ্ছে। বেশ কিছু দিন ধরে এই গ্রামে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামবাসীকে রাত জেগে পাহারার ব্যবস্থা নিতে হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত তেলিপাড়া গ্রাম।

    তেলিপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মধুসূদন সরকার জানান, গত দুই মাসে তেলিপাড়া গ্রামে বেশ কয়েকটি বড় ধরণের চুরি সংঘঠিত হয়। গ্রামের আব্দুর রউফ, জয়নাল আবেদীন ও ফজলুর রহমানের বাড়িতে ২ সপ্তাহের ব্যবধানে এসব চুরি হয়। চোরেরা এ সব বাড়ি থেকে বেশ কয়েক লাখ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। একই সময়ে গ্রামের শুকুর আলী নামের এক গরুর খামারির খামার থেকে ৫টি গুরু চুরি হয়। এসব গরুর মূল্য ৪ লক্ষাধিক টাকা। গত সপ্তাহে গ্রামের বাবলু মিয়ার দোকান ঘর থেকে ২ লক্ষাধিক টাকার মালপত্র চুরি হয়। একই দিন বাবলু মিয়ার ধানের মিলে ও সরিষার গুদাম থেকে প্রায় ৫০ মন ধান ও সরিষা চুরি হয়ে যায়। আর এসব কারণে গ্রামের লোকজন চুরি আতঙ্কে রাত কাটাচ্ছিলেন।

    উক্ত গ্রামের ইউপি (উধুনিয়া) সদস্য মতিয়ার রহমান জানান, গ্রামবাসীকে আতঙ্ক মুক্ত করতে এবং চুরি রোধে এক সপ্তাহ আগে সবাই মিলে একটি সভা করে তারা রাত জেগে গ্রাম পাহারার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের আলোকে এখন প্রতিটি বাড়ি থেকে একজন করে রাতে পাহারার জন্য নেওয়া হয়। ১০ জন করে মোট ৪টি দল প্রতিদিন লাঠি, বাঁশি ও টর্চ লাইট নিয়ে পুরো গ্রাম ঘুরে এবং গ্রামে প্রবেশের পথগুলোতে পাহারা দিচ্ছেন। আর এই পাহারা ব্যবস্থা শুরু হবার পর চুরি যেমন কমেছে পাশাপাশি গ্রামবাসীর মধ্যে এখন অনেকটা স্বস্তি ফিরেছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, উপজেলার সীমান্তবর্তী তেলিপাড়া গ্রামে চুরি বেড়ে যাওয়ায় থানা থেকে গ্রামবাসীকে রাতে পাহারার ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়। এই পরামর্শের আলোকে এখন তারা দল বেধে পাহারা দিচ্ছে। এতে থানা পুলিশ সহযোগিতা দিয়ে যাচ্ছে। শুধু তেলিপাড়া গ্রাম নয় পার্শ্ববর্তী অন্যান্য গ্রামগুলোতেও চুরি রোধে পাহারার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে এই মডেল থানা পুলিশ।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…