কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাত ১টার সময় চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহাপুরা এলাকার মমতাজ মেম্বারের বাড়ি থেকে ১০০ গজ ফাঁকা রাস্তার উপর গণডাকাতির প্রস্তুতি কালে উক্ত ডাকাত গুলোকে আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হল- চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড মগবাজার বিনামারা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিংভং ছগিরশাহকাটা এলাকার গোলাম কাদেরের ছেলে জসিম উদ্দিন (৩৪) ও চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড খামার পাড়া এলাকার মৃত আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ৩ ডাকাতকে আটক করার পর চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-৪২, তাং-১৫/০১/২০২৫খ্রিঃ, ধারা-১৯(ব)/১৯(ভ) ঞযব অৎসং অপঃ, ১৮৭৮. গণডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রণ করায় আলাদাভাবে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, আটককৃত ৩ ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
এআই