এইমাত্র
  • ১২ বছর পর কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমিন
  • র‌্যাব নিয়ে কী আছে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে
  • ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচনের সুপারিশ কমিশনের
  • পুলিশ সংস্কারে সুপারিশ, আসামিকে জিজ্ঞাসাবাদে থানায় স্বচ্ছ কাচের ঘরের প্রস্তাব
  • বাংলাদেশের ‘নাম’ পরিবর্তনের সুপারিশ
  • সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • সংস্কার কমিশনগুলোর কাজের সময় বাড়ছে ১ মাস: উপদেষ্টা রিজওয়ানা
  • দক্ষিণ আফ্রিকার এক স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে মেয়রের 'বার্তায়' প্রধান উপদেষ্টা'র সাড়া

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

    চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে মেয়রের 'বার্তায়' প্রধান উপদেষ্টা'র সাড়া

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

    সামান্য বৃষ্টি'তে ডুবে যাওয়া চট্টগ্রাম নগরীর চিত্র পুরো বাংলাদেশের কাছেই পরিচিত। টানা বৃষ্টি'র সময় সৃষ্ট জলাবদ্ধতা যেনো নগরবাসীর ভোগান্তির পরিপূর্ণতা।

    বছরের পর বছর এমন দশা থেকে নগরবাসীর মুক্তি মেলে নি। এবার জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরী'র সিটি মেয়র ডা.শাহাদাত হোসেনের বার্তা পৌঁছেছে প্রধান উপদেস্টা'র কাছে। নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে চার উপদেশটাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগরবাসীকে এই সুখবর জানান চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

    মেয়র বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি— যেই ২১টি খাল বাদ আছে; এসবের কারণে জলাবদ্ধতা পুরোপুরি যাবে না। শেষপর্যন্ত সেই বার্তা প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছেছে। তাই সকল উপদেষ্টাদের ডেকে বিশেষভাবে চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। যেখানে শুধু জলাবদ্ধতা নিরসনের জন্যই ১৯ জানুয়ারি চট্টগ্রামে একটি বিশেষ মিটিং হবে।’

    মেয়র আরো বলেন ,‘সিডিএর ৩৬টি খালের যে প্রকল্প ছিল; সেটি বাড়ানো হচ্ছে। সামনের প্রকল্পে ৫৭টি খাল আওতাভুক্ত হবে। এতদিন আশা ছিল জলাবদ্ধতার যে সমস্যা সেটির ৬০ শতাংশ কাজ হলে সমাধান পাব। এবার যেহেতু ৫৭টি খাল হচ্ছে সেই হিসেবে জলাবদ্ধতার সমস্যার ৯০ থেকে ১০০ শতাংশ সমাধান পাব বলে আশা করছি।’

    এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। দলের ভাবমূর্তি বাড়াতে এবং জনগণের দ্রুত সেবা নিশ্চিতে স্ব স্ব ওয়ার্ডে নেতাকর্মীদের জনকল্যাণমুখী কাজে নিয়োজিত হওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন,' ‘আপনি যখন দলের একজন নেতা হিসেবে কাজ করতে থাকবেন তখন সাধারণ মানুষও দেখবে যে বিএনপি জনগণের পক্ষে কাজ করছে, জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। যেখানে যেখানে মশার উৎপাত বেশি সেগুলো নিয়ে লিখিত অভিযোগ জানাবেন। মশার স্প্রে হচ্ছে কিনা; মেশিন ঠিকমতো আছে কিনা এসব দেখভাল করবেন।’।

    স্ব স্ব ওয়ার্ডে জন্মনিবন্ধন দিতে হলে কারণ জেনে নিয়ে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন চসিক মেয়র শাহাদাত। তিনি বলেন, ‘সচিবদের সঙ্গে কথা বলবেন, তারা জন্ম নিবন্ধন সঠিক সময়ে দিচ্ছে কিনা। তাদের সঙ্গে ঝামেলা করার দরকার নেই। শুধু জানতে চাইবেন দিতে কেন দেরি হচ্ছে। সেসব বিষয়গুলো নোট করে আমাকে দিবেন। তখন তাদের আমি তলব করে জিজ্ঞেস করবো।’

    রাস্তাঘাট সংস্কারের দ্রুততার জন্য নেতাকর্মীদের জোড়ালো ভূমিকা' প্রত্যাশা রেখে মেয়র বলেন,' রাস্তাঘাটের যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প আছে; সেই প্রকল্পের অধীনে বড় বড় রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আর যেখানে কানাখন্দ আছে, কাজ করতে হবে; সেখানে দ্রুত কাজ করার জন্য আমাদের তালিকা করে দিবেন। বিশেষ করে আগ্রাবাদ এলাকায়, মোগলটুলি এলাকায়, কমার্স কলেজের সেদিকে যারা আছেন; তারা আরো জোড়ালোভাবে ভূমিকা রাখবেন। যাতে করে আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে খুব দ্রুত কাজ করাতে পারি। আর কাজ যেহেতু চলছে; তাই চাই এ কাজ চলমান থাকুক। এটার জন্য একটা বিশাল বাজেট দিয়েছি।’

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…