এইমাত্র
  • ৩৩ বছরের পুরোনো ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণা
  • গাজায় পৌঁছালো ৫৫০ ত্রাণবাহী ট্রাক
  • জিম্মিদের স্মৃতিচিহ্ন সম্বলিত ‘উপহার ব্যাগ’ দিলো হামাস
  • সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি পেলো বিজিবি
  • হত্যা মামলায় সালমান-আনিসুলসহ ৫ জন ফের রিমান্ডে
  • গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
  • নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর
  • বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক
  • কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় নিহত ৮০
  • ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল গ্রেফতার
  • আজ সোমবার, ৭ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম
    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

    যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

    কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এত ছোট্ট দেশে কিসের দলমত। যাদের দল করা দরকার তারা করুক। আমি আছি মানুষের পিছনে। সেখানে আমার কাছে হিন্দু-মুসলমানও নেই, বৌদ্ধ-খ্রিষ্টানও নেই। আমি ছেলে বেলায় খেলাপড়া করতাম না। কিন্তু এখন আমি লেখাপড়া করি। আমি খেলাপড়া করে দেখিছি শ্রষ্টা একজন। তার সৃৃষ্টিও আমরা সবাই। আল্লাহ এক, ভগবানও এক। আমি সেই আল্লাহ’র সৃষ্টি কাউকে অবহেলা করতে পারি না।

    রোববার রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, আমি এখানে কোনও রাজনীতির কথা বলতে আসিনি। আর আমি বাসাইল-সখীপুরের রাজনীতিও করি না। জন্ম আমার এখানে, বড় হয়েছি এখানে। এ অঞ্চলের মানুষের বিপদে-আপদে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ সবার। এখানে আমার কোনও দলমত কিছুই নেই।

    তিনি বলেন, যারা তার ক্ষমতা দেখায়, তারা প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হতে আল্লাহ’র প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মানুুষকে ভালোবাসতে হবে। এই পৃথিবী সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে। আপনারা একে অপরকে ভালোবাসবেন, সবাইকে সম্মান করবেন, অন্যের পাশে দাঁড়াবেন। জন্মের পর মৃত্যু অবধারিত। যত ক্ষমতা, যত ধন-দৌলত একদিন এর কোনও মূল্য থাকে না। যারা শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে ও ভক্তি নিয়ে শ্রষ্টার নাম নিতে পারে তারাই শুধু সসম্মানে সারাজীবন কাটাতে পারে।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ প্রমুখ।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…