মাঘের শীতে কাপছে দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। একদিন বিরতি দিয়ে আবারো তীব্র শীত ও ঘনকুয়াশার কবলে পড়ছে এই অঞ্চলের মানুষ। আজ এখন পর্যন্ত দেখা মিলেনি সূর্যের। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি ছিলো, আজ তা বেড়ে দাড়িয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু গতকাল সকালেই সূর্যের দেখা মিলেছিল, ছিল রোদের তীব্রতাও। তাই শীত অনুভব ছিলো অনেকাংশে কম।
আজ সোমবার (২০ জানুয়ারি) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই যানবাহন চলাচল করছে লাইট জ্বালিয়ে। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত মোকাবেলা করার চেস্টা করছে। শ্রমজীবীরাও অনেকে কাজে তেমন বের হয়নি। বাজার ঘাটে লোকসমাগম অনেকাংশে কমে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৯ শতাংশ।বাতাসের গতি ঘন্টায় ১৩-১৪ কিলোমিটার। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এবি