এইমাত্র
  • সাইফ আলির ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি নন: আইনজীবী
  • ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
  • র‍্যাবকে দেখা যাবে নতুন এই রঙের পোশাকে
  • সমস্যা পোশাকে নয়, সিস্টেমে: সারজিস আলম
  • ফেসবুকে মাশরাফির মৃত্যুর গুজব!
  • রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন
  • বেরোবির বহিষ্কৃত ৭১ শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • কোটা ইস্যুতে আবারও আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থীরা
  • ভবিষ্যতে 'সুগার মাম্মি' হতে চান অভিনেত্রী হুমায়রা সুবাহ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    নেত্রকোনায় সমলয় পদ্ধতিতে বোরো আবাদে যান্ত্রিকিকরণ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ এএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ এএম

    নেত্রকোনায় সমলয় পদ্ধতিতে বোরো আবাদে যান্ত্রিকিকরণ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ এএম

    নেত্রকোনায় সমলয় পদ্ধতিতে বোরো আবাদে চারা রোপনে করা হয়েছে যান্ত্রিকিকরণ। এতে সময় কম এবং শ্রমিক খরচ সাশ্রয় হওয়ায় খুশি কৃষকেরা।

    মঙ্গলবার(২০ জানুয়ারি) নেত্রকোনার পুর্বধলার শিছকান্দী গ্রামের স্বপ্ননীড় এগ্রো বিডিতে আনুষ্ঠানিকভাবে আবাদে যান্ত্রিকিকরণ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ।

    পুর্বধলায় শিছকান্দি গ্রামের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লাটার মেশিনে রোপণ করা হয়েছে ধানের চারা। এ উপলক্ষে ওই গ্রামের কৃষকদের অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয় আবাদি জমির পাশেই স্বপ্ননীড় এগ্রো বিডি ফার্মে।

    এতে কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবীর, কৃষি কর্মকর্তা মো. জোবাযের হোসন, ইউপি সদস্য মোস্তফা খান, কৃষক রহুল আমীনসহ অনেকে।

    তারা জানান, মেশিনে মাত্র এক লিটার ডিজেলে এক ঘন্টায় এক একর জমি রোপণ করা যায়। সেইসাথে খরচ বেঁচে যায় আট থেকে দশজন শ্রমিকের। ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে কারণে খুশি কৃষকসহ স্থানীয়রা। পাশাপাশি ধানের বীজতলা তৈরিতেও রয়েছে আধুনিকতা। কমছে সারের ব্যবহার।

    জানা গেছে, জেলার ১০ উপজেলায় ধানের চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন রয়েছে মোট তিনটি। এই মেশিনে চারা রোপণে ঘন্টায় মাত্র খরচ হয় তিন থেকে চার টাকা। যা শ্রমিকের লাগতো আট হাজার টাকা।

    জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, কৃষিতে আধুনিকায়নে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় আজকে পিছিয়ে পড়া নেত্রকোনার মতো জেলাতেও যান্ত্রিকিকরণ করা হচ্ছে। কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে সাশ্রয়, কম সময় এবং অধিক জমি চাষাবাদের আওতায় আনা যাবে। প্রতিটি উপজেলায় যেন এই মেশিন দেয়া যায় সেজন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…