এইমাত্র
  • বাংলামোটরে বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারি
  • কাজ বা জুটি নিয়ে ভাবনা নেই অভিনেত্রী তাসনুভা তিশার
  • না ফেরার দেশে সংগীতশিল্পী মনির খানের বাবা
  • মাদ্রাসায় ২য় শ্রেণীতে ১ জনকে নিয়েই পাঠদান, অনুপস্থিত ৩য় ও ৪র্থ শ্রেণির সকল শিক্ষার্থী
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবক নিহত
  • তিন বছর ধরে ভালোবাসা দিবস নেই তানজিন তিশার
  • ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলায় ছাত্রদলের হামলা, দুই শিক্ষার্থী আহত
  • চুয়াডাঙ্গা কাস্টমস অফিসে দুদকের অভিযান
  • পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে: ডিএমপি কমিশনার
  • বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা
  • আজ মঙ্গলবার, ৮ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫
    রাজনীতি

    আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: ফখরুল

    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

    আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: ফখরুল

    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি।

    আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। হঠকারি কোনো কিছু করা যাবে না। অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না।

    মির্জা ফখরুল বলেন, যেভাবে চাই, রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি। সরকারের ভুলত্রুটি থাকবেই, দেশে অনেক জঞ্জাল আছে। এই অবস্থার পরিবর্তন এত দ্রুত হবে না। তবে যে সুযোগ পেয়ছি, তাতে আশা করি ভালো কিছু হবে। সংস্কারের যে প্রস্তাব এসেছে, এতে ভালো কিছু হবে। গণতান্ত্রিক কাঠামোতে গেলে সামনে এগিয়ে যেতে পারবো।

    ‘এই মুহূর্তে সব পাল্টে দেবো, সেটা হয় না। দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। প্রত্যাশা অনেক খাকলেও আমাদের ধৈর্য নেই! তাই এমন কিছু করবো না, যাতে করে নৈরাজ্যের সৃষ্টি হয়’, যোগ করেন তিনি।

    বিএনপির মহাসচিব বলেন, ‘সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে। আশা করি, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে। জনগণের ভাষাটা বুঝতে হবে সরকারকে। এখনই নির্বাচন চাচ্ছি না, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি।’

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…