শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সেকেন্ড গেট সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের শিকার হন কৃষি অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র রিকি। টিউশন শেষে ফেরার পথে RAB-২ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিকি জানান, "টিউশন থেকে ফেরার সময় তিনজন অপরিচিত ব্যক্তি আকস্মিকভাবে আমার পথ আটকায়। কিছুক্ষণের মধ্যে ১০-১২ জন এসে এলোপাথাড়ি আঘাত করে এবং আমার মানিব্যাগ ছিনিয়ে নেয়।"
ছিনতাইয়ের সময় জটলা দেখে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দুইজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের গেস্ট রুমে নিয়ে আসেন। বাকিরা পালিয়ে গেলেও পরবর্তীতে আরও চারজনকে আটক করা হয়।
ঘটনার পর তাকে বিশ্ববিদ্যালয়ের পাশে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করেছেন, ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আরফান আলী বলেন, আমরা ছিনতাইকারদের ধরেছি এবং যে ছেলেটাকে আক্রমণ করেছিলো তার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি এবং ছিনতাইকারী দুটোকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
এ বিষয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টহল বাড়ানোর জন্য আমরা থানায় বলে দিয়েছি। আর ঔ ছিনতাইকারী ছেলে দুটো থেকে আরও ৮ জনের তথ্য নিয়েছি। পুলিশের কাছে সকল তথ্য দেয়া হয়েছে যেন তাদের গ্রেফতার করতে পারে।
এবি