চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে এবার আপত্তি জানিয়েছে ভারত। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানে এবারের আসর হচ্ছে বলেই এতো আপত্তি ভারতের। এবার ভারত জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের জার্সিতে পাকিস্তানের নাম রাখা যাবে না।
নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগেই আরেকটি আপত্তির কথা জানিয়েছে ভারত। ভারতের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন দাবির কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা।
আইসিসির প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকে। সাধারণত জার্সির বাঁদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে। কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে শোনা গেছে। যদিও এই বিষয়ে বোর্ডের কোনো কর্মকর্তা কিছু জানাননি। কিন্তু জার্সি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে।
পাকিস্তানের এক কর্মকর্তা এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভালো নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।’
এমএইচ