কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রলির চাপায় সোহাগ (০৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামের এ দুঘর্টনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রখানা চিনাবাড়ী সড়কের সাইডে থাকা অবস্থায় শিশুটিকে চাপা দেন বালু ভর্তি ট্রলিটি। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় শিশুটি উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ওই এলাকার বিপ্লব মিয়ার ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
পিএম