ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অতি ডানপন্থি ইসরায়েলি সংগঠনের ওপর বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) তিনি দায়িত্ব গ্রহণের পরই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আদেশ জারি করেন। হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স
এতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি জারি করা নির্বাহী আদেশ ১৪১১৫ প্রত্যাহার করেছেন ট্রাম্প। যা সাবেক কর্তৃপক্ষ কতিপয় শান্তিপূর্ণ ব্যক্তিদের ওপর আরোপ করেছিল।
ট্রাম্পের এই সিদ্ধান্ত পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একটি বড় রাজনৈতিক পদক্ষেপের বিপরীত, যা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাদের মার্কিন অ্যাসেট জমা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং সাধারণভাবে আমেরিকানদের তাদের (বসতি স্থাপনকারী) সঙ্গে লেনদেন নিষিদ্ধ ছিল।
প্রসঙ্গত, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে, ইসরায়েল পশ্চিম তীরের নদী পার্শ্ববর্তী এলাকা দখল করে রেখেছে, যা ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্রের কেন্দ্র হিসেবে চায়। ইসরায়েল সেখানে যেসব বসতি তৈরি করেছে, সেগুলোকে অধিকাংশ দেশ অবৈধ মনে করে। তবে, ইসরায়েল এই দাবি অস্বীকার করে এবং ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কের দিক থেকে এর গুরুত্ব তুলে ধরে।
এবি